ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ১২ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৩১ অক্টোবর ২০২১

বগুড়ায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ ১২ মামলার আসামি নাহিদুল ইসলাম ওরফে নয়নকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

নয়ন বগুড়ার গাবতলী উপজেলার চক মাড়িয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

আরএইচ/জেআইএম