ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে সাম্প্রদায়িক সহিংসতায় গ্রেফতার যুবকের রিমান্ড আবেদন

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০১ নভেম্বর ২০২১

ফেনীতে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করিমুল হকের (৩০) সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৩১ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ফেনীতে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় চারটি মামলা রেকর্ড করা হয়। এসব মামলায় সিআইডি, র‌্যাব ও পুলিশ ২৩ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে ছয়জনকে রিমান্ডে নেওয়ার পর চারজন এরইমধ্যে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন করিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ফেনী শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম উকিল পাড়ায় অভিযান চলিয়ে করিমুল হককে গ্রেফতার করা হয়। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

তিনি আরও বলেন, এর আগে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার করিমুলকে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এ বিষয়ে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

ফেনীর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ফেনীতে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় দুটি মামলা তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। এরইমধ্যে সিআইডি ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বিশ্লেষণ করে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতার প্রক্রিয়া শুরু করেছে।

নুর উল্লাহ কায়সার/এমআরআর