সিদ্ধিরগঞ্জে ৪৮৬৫ ইয়াবাসহ দুই যুবক আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চার হাজার ৮৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (১ নভেম্বর) ভোরে উপজেলার সানারপাড় এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটক মো. রায়হান (৩১) সোনারগাঁও উপজেলার ভারগাঁও এলাকার আবু দায়েনের ছেলে এবং মো. জিয়া উদ্দিন সাগর (২৮) নোয়াখালীর সেনবাগ উপজেলার মৌটুবী এলাকার মো. আব্দুর রবের ছেলে।
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু বলেন, সড়কে সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাসি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিনব কৌশলে মোটরসাইকেলযোগে ইয়াবা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে জানান।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।
এস কে শাওন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না