ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় ৪ খুন: প্রধান আসামিসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০১ নভেম্বর ২০২১

মাগুরা সদর উপজেলায় দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার খুনের ঘটনায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- নজরুল মেম্বর, জামিল শেখ ওরফে জালাল, তুহিন হোসাইন, রিয়াজ হোসাইন, ইয়ামিন হোসেন।

পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, গ্রেফতার পাঁচজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে। তবে আদালত রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন। হত্যার ঘটনায় এ নিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৫ অক্টোবর বিকেলে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ ওয়ার্ডের মেম্বর নজরুল ইসলামের সমর্থকদের সঙ্গে একই ওয়ার্ডের আরেক মেম্বর প্রার্থী সৈয়দ হাসানের সমর্থকদের সংঘর্ষে সবুর মোল্লা, কবির মোল্লা, রহমান মোল্লা ও ইমরান হোসেন নিহত হন।

ঘটনার তিনদিন পর সবুর মোল্লার ভাই আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে তার তিন ভাই হত্যার দায়ে নজরুল মেম্বরকে প্রধান আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

অন্যদিকে ইমরান হোসেন হত্যার ঘটনায় তার মা ফরিদা বেগম ৫২ জনকে আসামি করে আরও একটি মামলা করেন।

এসজে/জিকেএস