ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাতে মুচলেকা, সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০২ নভেম্বর ২০২১

ইউপি নির্বাচনে কোনো সহিংসতায় না জড়াতে থানায় মুচলেকা দেওয়ার পরও রুহোল আমিন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারীরা গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সরকারদলীয় প্রার্থী নাসিরুল ইসলাম মিলনের সমর্থক। অন্যদিকে রুহোল আমিন একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান রাজীবের সমর্থক।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রুহোল আমিন জানান, সকাল ৭টার দিকে তিনি পথেরহাট বাজার এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত সেখানে এসে তাকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে। একই সঙ্গে বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সংকোচখালী গ্রামের ইসলাম, হাসান ও সাহেব আলীর নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান রাজীব অভিযোগ করে বলেন, রুহোল আমিন আমার সমর্থক হওয়ায় নির্বাচনের বিরোধের জেরে সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থী নাসিরুল ইসলাম মিলনের লোকজন এ হামলা চালিয়েছে। এ ধরনের হামলা চালিয়ে তারা এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তারা এলাকায় আমার প্রচার ব্যানার পুড়িয়েছে। বিভিন্নভাবে আমার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম বলেন, আমি শান্তিপ্রিয় মানুষ। জনগণের জন্য কাজ করি। জনস্বার্থবিরোধী কোনো কাজে আমি জড়িত নই। রুহোল আমিনের ওপর হামলার ঘটনার সঙ্গে আমি বা আমার লোকজনের কোনো সংশ্লিষ্টতা নেই। ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, দুই চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান রাজীব ও নাসিরুল ইসলাম মিলন সোমবার রাতে কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না বলে সদর থানায় মুচলেকা দিয়েছেন। এরপরও সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এমএস