ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে নৌকার প্রচারণায় হামলা, মোটরসাইকেল ভাঙচুর

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০২ নভেম্বর ২০২১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউপি নির্বাচনের প্রচারণায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের দুটি মোটরসাইকেলসহ দোকান ভাঙচুর করেছেন। এতে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বেলতা বানদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বেলতা বানদিঘী গ্রামে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে প্রচারণা চালাচ্ছিলেন মুকিম উদ্দিন এবং আব্দুল হান্নান। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী আব্দুর রশিদ মণ্ডল বকুলের কর্মী-সমর্থকরা লোহার রড় ও হাতুড়ি নিয়ে তাদের ওপর হামলা চালান। এসময় তারা দুটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনায় আব্দুল হান্নান নামের এক কর্মী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

jagonews24

আহত আব্দুল হান্নান বলেন, দুপুরে আমিসহ বেশ কয়েকজন নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। এসময় বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী আব্দুর রশিদ মণ্ডলের কর্মীরা আমাদের ওপর হামলা চালান।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী আব্দুর রশিদ মণ্ডল বকুল বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান শামীম। তার কর্মী-সমর্থকরাই ভাঙচুর করে আমার ওপর দায় চাপাচ্ছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদুজ্জামান/এসআর/জিকেএস