ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:২১ পিএম, ০২ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয় আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী এলাকার বাবলুর রহমানের ছেলে। তিনি ফতুল্লার ফারিয়া গার্মেন্টসে চাকরি করতেন এবং ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকার সবুজ খানের বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ভুক্তভোগী (২৩) তরুণী একই গার্মেন্টসে চাকরি করতেন। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। একই সঙ্গে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় হাজী দেলোয়ারের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করেন।

তিনি আরও জানান, এ সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর বিয়ের জন্য প্রেমিক জয় আলীকে চাপ দিলে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করলে অভিযুক্ত জয় আলীকে গ্রেফতার করা হয়।

মোবাশ্বির হক (শ্রাবণ)/এসজে/এমএস