তুলশী গঙ্গা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
জয়পুরহাটে তুলশী গঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে আক্কেলপুর উপজেলার পারঘাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তুলশী গঙ্গা নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয় প্রাথমিক ধারণা করা হচ্ছে।
রাশেদুজ্জামান/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি