ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আঞ্চলিক সড়কে কালভার্ট দেবে ভোগান্তি, নির্মাণ হচ্ছে বেইলি সেতু

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০২ নভেম্বর ২০২১

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে কালভার্ট দেবে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

মঙ্গলবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার মধ্যপাড়া এলাকায় কালভার্টটি দেবে যায়। ফলে বন্ধ রয়েছে এ পথে যানবাহন চলাচল। ফলে সড়কের দুই পাশে অপেক্ষমাণ রয়েছে দুই শতাধিক বাস-ট্রাক। তবে সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।

স্থানীয়রা জানান, সড়ক ও জনপথ অধিদফতর শরীয়তপুর-চাঁদপুরে যোগাযোগের জন্য ১৯৯০ সালের দিকে কালভার্টি নির্মাণ করে। সকাল সাড়ে ৯টার দিকে পণ্যবোঝাই একটি ট্রাক কালভার্ট পার হওয়ার সময় বিধ্বস্ত হয়।

ট্রাক চালক মিঠু বলেন, জুট মিলের মাল নিয়ে যাচ্ছিলাম। সকাল থেকে এখানে আটকে রয়েছি। পৌঁছাতে দেরি হলে ডেমারেজ গুণতে হতে পারে। বড় বিপদে পড়লাম।

ট্রাক চালক সোহাগ শেখ ও মনির হোসেন বলেন, চট্টগ্রাম থেকে খুলনায় যাচ্ছিলাম। কালভার্টটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়লাম ।

এদিকে ভোগান্তি নীরসনে বেইলে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।

বেইলি সেতু নির্মাণ শ্রমিক আব্দুল হক খান বলেন, কালভার্ট দেবে যাওয়ায় অস্থায়ী বেইলি সেতু নির্মাণে কাজ চলছে। আশাকরি বুধবার (৩ নভেম্বর) দুপুরের মধ্যে কাজ শেষ হবে।

শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, কালভার্টটি ৯০ দশকের। কালভার্টের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্থায়ীভাবে বেইলি সেতু তৈরির কাজ চলছে।

মো. ছগির হোসেন/এএইচ/জিকেএস