ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নতুন কমিটির প্রতিবাদে মোটরসাইকেল মিছিল

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:০২ পিএম, ০২ নভেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদ্যঘোষিত ৩৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ এনে বিক্ষোভ করেছেন পদবঞ্ছিত নেতাকর্মীরা। একইসঙ্গে কমিটি থেকে বিতর্কিত নেতাদের নাম বাদ দিতে এক সপ্তাহ বেঁধে দিয়েছেন তারা।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের ভাদুঘর থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিলটি বের হয়। ভাদুঘর, কাউতলী, কলেজপাড়া, কালীবাড়ি মোড়, টিএরোড ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পদবঞ্ছিত ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ করেন। সমােবেশে ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লাভলু চৌধুরী বক্তব্য রাখেন।

পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ওয়ান পাস, টু পাস ও যারা এসএসসি পাস করেননি, যাদের বয়স ৩০-এর বেশি, বিবাহিত, অছাত্র, মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলা-হামলার সঙ্গে জড়িত এবং বিএনপি-ছাত্রদলের বিভিন্ন কমিটিতে ছিলেন এমন সব নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়েছেন। ছাত্রলীগের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি।

তারা বলেন, কমিটি থেকে বিবাহিত, অছাত্র ও মাদক ব্যবসায়ীদের বাদ দিতে হবে। আগামী সাতদিনের মধ্যে কমিটি সংশােধন করা না হলে দুর্বার
আন্দোলন গড়ে তোলা হবে।

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১০ দিন পর ১২ ফেব্রুয়ারি রবিউল হোসেন রুবেলকে সভাপতি ও শাহাদাৎ হোসেন শোভনকে সাধারণ সম্পাদক করে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এক বছরের জন্য সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণার তিন বছর ৮ মাস পর রোববার (৩১ অক্টোবর) ৩৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পরপরই কমিটিতে বয়স্ক, অছাত্র, প্রবাসী, ব্যবসায়ী, বিবাহিত, জুতা কারখানার কারিগর, মাদক মামলার আসামি, স্বামী-স্ত্রী, সন্তানের বাবা, ছাত্রদল কর্মীর নাম থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হওয়ার পর কিছু অভিযোগ আমরা জানতে পেরেছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। কেন্দ্রীয় নেতারা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আবুল হাসনাত মো. রাফি/এসআর