নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ১০ জনের স্বীকারোক্তি
নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ৩২টি মামলায় ২২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় গ্রেফতারদের মধ্যে ১০ আসামি নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এসব মামলায় ৩৫ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দোকানির জরিমানা
- ২ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ৩ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৪ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৫ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪