ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক বাঘাইড়ের দাম ৪০ হাজার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৪ নভেম্বর ২০২১

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে শান্ত হাওলাদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

শান্ত হাওলাদার বলেন, মাছটি গোপালপুর ঘাটে নিয়ে গেলে রিপন নামের এক ব্যবসায়ী ৩৭ হাজার টাকায় কিনে নেন।

ব্যবসায়ী মো. রিপন জানান, মাছটি চরভদ্রাসন বাজারে কেটে ২০ ভাগ করে বিক্রি করি। প্রত্যেক ভাগ দুই হাজার টাকা করে ৪০ হাজার টাকা বিক্রি হয়। এতে আমার তিন হাজার টাকা লাভ হয়।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম মাহমুদুল হাসান বলেন, বড় আকৃতির বাঘাইড় মাঝে মাঝে জেলেদের হাতে ধরা পড়ে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম