ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘোড়ার গাড়িচালক থেকে চেয়ারম্যান প্রার্থী

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৪ নভেম্বর ২০২১

শেখ আলম (৩৪)। এলাকায় ‘আলম চেয়ারম্যান’ নামে পরিচিত। যদিও চেয়ারম্যান নন, তিনি পেশায় একজন ঘোড়ার গাড়িচালক। তবে পেশা যা-ই হোক, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আসীন হওয়াই এখন তার একমাত্র লক্ষ্য। জীবিকার সম্বল ঘোড়ার প্রতি ভালোবাসা থেকেই নির্বাচনে প্রতীক হিসেবে চেয়েছেন ঘোড়া মার্কা।

শেখ আলম ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালিপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে আছে।

গতবারের ইউপি নির্বাচনে চর হরিরামপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। জয়ী হতে না পারায় এবারও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ছিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। এদিন দুপুর ১২টার দিকে তিনি ঘোড়ায় চড়ে উপজেলা পরিষদে এসেছিলেন।

শেখ আলম বলেন, বিনামূল্যে অনেক মানুষের সেবা করেছি। গতবার প্রার্থী হয়েও জয়ী হতে পারিনি। হাল ছাড়িনি। তাই এবারও মনোনয়ন জমা দিয়েছি। আমার বিশ্বাস ২৮ তারিখের নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন। যদি চেয়ারম্যান পদে জয়ী হতে পারি তাহলে দরিদ্র মানুষের জন্য কাজ করে যাবো।

উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জগো নিউজকে বলেন, এখনো যেহেতু প্রতীক বরাদ্দ হয়নি। তাই কেউ যানবাহন হিসেবে ঘোড়া ব্যবহার করলে আইনগত কোনো বাধা নেই। তবে প্রতীক বরাদ্দের পরে এমনটি করা যাবে না। তাহলে আচরণবিধি লঙ্ঘন হবে।

এন কে বি নয়ন/এসজে