গাইবান্ধায় ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু
বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে ট্রাকটি ভাঙচুর করে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুবাহী ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-মারুফা বেগম (৩০) ও তার ছেলে মারুফ মিয়া (৫)। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সিএনজির সঙ্গে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে পড়ে যায় মোটরসাইকেলটি। এসময় রংপুর থেকে গরু নিয়ে ঢাকাগামী একটি ট্রাক মা-ছেলেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় তারা।
এসময় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে ও ট্রাকটি ভাঙচুর করে। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
জাহিদ খন্দকার/জেডএইচ/