নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ফজর আলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ফজর আলী। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে মনোনয়ন দেয়নি। তারপরেও তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার কারণে গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক ফজর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া কাউকে ছাড় দেওয়া হবে না।
জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না