নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, বৃদ্ধা নিহত
পাবনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়েছে। এতে চাপা পড়ে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কে আতাইকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম হালিমা খাতুন (৭০)। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কাঠবোঝাই একটি ট্রাক যশোর থেকে আসছিল। ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলায় আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এসময় এক পথচারী বৃদ্ধা ট্রাকের নিচে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় উত্তেজিত জনতা মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। পরে আতাইকুলা থানা ও মাধপুর হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থ্ নেওয়া হচ্ছে।
আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস