সাতক্ষীরায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার
সাতক্ষীরায় বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় নাসিম ফারুক খান মিঠুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিএনএপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় শনিবার রাতে এ তথ্য জানানো হয়।
ফ্যাক্স বার্তায় জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন