ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১২:৫৪ এএম, ০৭ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রশিদ মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাব্বির রহমান (২০) নামে এক যুবক আহত হয়েছেন।

নিহত রশিদ রূপগঞ্জের মাছিমপুর মোল্লাবাড়ির মৃত জলিল মিয়ার ছেলে। তিনি স্থানীয় যুবলীগ নেতা তাওলাদের শ্যালক।

শনিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল ও যুবলীগ নেতা তাওলাদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে শনিবার রাতে দু’পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে পরস্পরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় রশিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রাবণ/এমএএইচ/