ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রাপোলে আগুনে পুড়লো আমদানির ৫ ট্রাক তুলা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৭ নভেম্বর ২০২১

যশোরের বেনাপোল বন্দরের ওপারে অগ্নিকাণ্ডে আমদানি করা ভারতীয় পাঁচ ট্রাক তুলা পুড়ে গেছে। এতে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (৭ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ভারতের বনগাঁ দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যায়।

এর আগে, শনিবার (৬ নভেম্বর) দিনগত রাতে ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন লক্ষ্মী পার্কিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

দমকল বাহিনীর কর্মীরা জানান, শনিবার রাত থেকে চারটি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ করেছে। স্থানীয় পুকুর থেকে পানি পাওয়ায় বাড়তি সুবিধা হয়েছে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে পাশাপাশি পুড়ে যাওয়া পণ্যবাহী ট্রাক ও পণ্য উদ্ধারের কাজ শুরু হয়েছে।

jagonews24

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জাগো নিউজকে বলেন, বনগাঁ পৌরসভা পরিচালিত এ ট্রাক পার্কিংয়ে সুরক্ষার অভাব আছে। নেই কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ফলে কীভাবে আগুন লাগল তা জানার কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, আগুনে পুড়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বাংলাদেশ থেকে যদি ফায়ার সার্ভিসের ইউনিট আসতে পারলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো। যদিও এ ক্ষেত্রে আইনগত জটিলতা আছে।

বনগাঁর বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, অগ্নিকাণ্ডের পেছনে অন্তর্ঘাত আছে। কারণ বনগাঁ পৌরসভাটাই একটা চক্রান্তের আঁতুড় ঘর। তৃণমূলের দ্বন্দ্বের জেরেই এ আগুনে ক্ষতিগ্রস্ত হলো সীমান্ত বাণিজ্য।

বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, অন্তর্ঘাত কি না বলতে পারবো না। তবে পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় মানুষ পৌরসভা ও দমকল বাহিনীর সদস্যদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আগুন প্রতিরোধ করেছে। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হলো ব্যবসায়ীদের, এটা খুবই দুঃখজনক।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন জয়ন্তীপুর লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। এ ঘটনায় বাংলাদেশে আমদানির অপেক্ষায় থাকা কয়েকটি তুলার ট্রাক পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি।

মো. জামাল হোসেন/এসজে/জিকেএস