‘সুযোগ না দিলে পদ্মা সেতুর ওপর রেলের কাজ করা যাচ্ছে না’
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। তবে সেতু কর্তৃপক্ষ অনুমোদন না দিলে ব্রিজের ওপর আমরা কাজ করতে পারছি না। বাকি অংশে কোনো বাধা নেই।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের সাইট ক্যাম্পে প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ক আলোচনা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে এটি (পদ্মা সেতু) উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা। সড়ক বিভাগ সেখানে যদি আমাদের কাজ করার সুযোগ না দেয়, তাহলে আমাদের দ্বিতীয় চিন্তাটি অর্থাৎ ঢাকা থেকে ভাঙা পর্যন্ত আমরা আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে পরিচালনা করার পরিকল্পনা করছি। আমরা আজকে আলোচনা করেছি। যদি প্রথম স্টেটে ব্রিজ অথরিটি কাজ করার সুযোগ না দেয়, তাই আমরা পরিকল্পনাটি হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, ডে-ওয়ানে যদি আমরা উদ্বোধন করি তাহলে আমাদের ওইটুকু অ্যাচিভমেন্ট থাকবে। আমরা রেলকে ব্রিজ ক্রস করিয়েছি। কিন্তু মানুষকে আমরা সার্ভিস দিতে পারবো না। আমরা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যতক্ষণ কানেক্ট করতে না পারি তখন পর্যন্ত মানুষকে মিনিংফুল রেলওয়ের সার্ভিস দিতে পারবো না। মৌখিকভাবে তারা (সেতু কর্তৃপক্ষ) মার্চ কিংবা এপ্রিলের আগে আমাদের কাজ করতে দিতে পারবে না।
রেলসংযোগ কাজের অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, সার্বিক কাজের অগ্রগতি ৪৬ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫০.৭৩ শতাংশ। এরমধ্যে মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি ৭১ শতাংশ, ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি ৪৩ শতাংশ ও ভাঙ্গা-যশোর সেকশন নির্মাণ কাজের অগ্রগতি ৩৬ শতাংশ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সংসদ সদস্য ফজলে করীম, কমিটির সদস্য সাইফুজ্জামান শিখর, নাদিরা ইয়াসমিন জলি, রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান মেজর জেনারেল মো. জাহিদ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ।
আরাফাত রায়হান সাকিব/এসজে/জিকেএস