বিরিয়ানি খাওয়াতে গিয়ে বিপাকে প্রার্থী
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের জন্য খাবারের আয়োজন ভেস্তে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সদস্য প্রার্থীর। পরে সেই বিরিয়ানি পাঠিয়ে দেয়া হয় কয়েকটি এতিমখানায়। আর প্রার্থীকে দিতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সোমবার দুপুরে টোক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শফিকুল ইসলামের পক্ষে টোকনগর এলাকায় ভোটের প্রচারণা ও দেড় সহস্রাধিক ভোটারের জন্য খাবারের আয়োজন করা হয়।

কিন্তু সেখানে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আয়োজনে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাতটি পাতিলে রান্না করা সকল খাবার স্থানীয় পাঁচটি এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ