ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে বন্যহাতির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৯ নভেম্বর ২০২১

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির একটি মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলার পাহাড়ি বনাঞ্চল বালিঝুড়ি রেঞ্জের মালাকোচা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে সীমান্তে বন্যহাতির উপদ্রব বেড়ে গেছে। আনুমানিক রাত ৩ টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিলো হাতিটি। সবজির বাগান রক্ষায় বাগানের চারদিক দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটি মারা যেতে পারে। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫-৩০ বছর হতে পারে।

jagonews24

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে হাতির মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ জানান, ঘটনাটি শুনেছি। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান হোসেন রাব্বি/আরএইচ/এমএস