মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবিতে শ্রমিক নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় শিপন মিয়া (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার দুপুর ২টায় ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ শিপন মিয়া গোপালগঞ্জ জেলার দুর্গাপুর এলাকার জোবেদ মিয়ার ছেলে। তিনি বাল্কহেডের এক শ্রমিক। তাকে উদ্ধারে বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
নৌ-পুলিশ ফাঁড়ি নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক শাহআলম জাগো নিউজকে জানান, মোহনপুর থেকে বালুবাহী বালুকণা নামের একটি বাল্কহেড চর কিশোরগঞ্জে যাচ্ছিলেন। এ সময় এমভি মাগফেরাত নামে অপর এক জাহাজ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই বাল্কহেডটি পানিতে তলিয়ে যায়। ওই ঘটনায় একজন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে অন্য সহকর্মীরা।
বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদ হোসেন জাগো নিউজকে জানান, এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘হাসিনা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না’
- ২ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ৩ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৪ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৫ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০