ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে হেরোইনসহ পুলিশ সদস্য আটক

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৯ নভেম্বর ২০২১

দিনাজপুরের হাকিমপুরে হেরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দিনগত রাতে উপজেলার চন্ডিপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আটক আমিনুল লালমনিরহাট জেলার সদর উপজেলার চড়খট্টামারি গ্রামের আবু হানিফের ছেলে। তিনি জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চন্ডিপুর গ্রামে একটি বাড়িতে মাদক আছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হিরোইনসহ কনস্টেবল আমিনুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস