ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে আ’লীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৯ নভেম্বর ২০২১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আটজনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক আবদুস সালামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত আট নেতা হলেন- বলধারা ইউনিয়ন পরিষদের (ইউপি) বিদ্রোহী প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওবায়দুর রহমান, চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামির্ত্তা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন, জয়মন্টপ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ফকির, একই ইউনিয়নের আরেক বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমদ মোল্লা, জামশা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ওরফে মিঠু, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম এবং শায়েস্তা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হালিম।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, দলীয় পদে থেকে যারা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব ধরনের পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় পদে থেকে যারা নৌকার বিরুদ্ধে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন তাদের সর্তক করা হয়েছে।

বি.এম খোরশেদ/এসজে/জিকেএস