যানজটমুক্ত হলেই নারায়ণগঞ্জে বাসভাড়া কমানো যাবে: শামীম ওসমান
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া আরও কমানো যাবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি বলেছেন, আমার মনে হয় এ ভাড়া ভবিষ্যতে আরও কমাতে পারি। নারায়ণগঞ্জ শহর একটা ডেড সিটি বলা যায়। এখান থেকে একটি বাস ঘুরে আসতেই আধাঘণ্টা থেকে ৪০ মিনিট সময় লেগে যায়। সেই ৪০ মিনিটে যতটুকু তেল পোড়ে, যানজটমুক্ত রাখা গেলে তা কমে আসবে। তখন আমরা লজিক্যালি বলতে পারি জনস্বার্থে ভাড়া কিছু কমানোর জন্য।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাতে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, এছাড়া প্রশাসনকে বলতে চাই, যাদের রুট পারমিট নেই, সে গাড়িগুলো যাতে না চলতে পারে খেয়াল রাখতে হবে। এতে যাদের পারমিট আছে তারা যথেষ্ট যাত্রী পাবেন। ফলে আরও ভাড়া কমানো সম্ভব হবে। এ দুটি বিষয় সম্ভব হলে মালিকদের বলে বাসভাড়া আরও কমাতে পারবো।
তিনি আরও বলেন, যৌক্তিক কারণেই তেলের দাম বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জে আমি নিজেও একটা বাস প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, যার নাম শীতল পরিবহন। সেখানে সরকারি নির্দেশনা অনুযায়ী ৭০ টাকা ভাড়া হওয়া উচিত। আমি নিজে তাদের বলেছি ভাড়া কমানোর জন্য। তারা ৫ টাকা কমিয়ে ৬৫ টকা করেছে। অন্য বাসগুলোও আমাদের অনুরোধে টিকিটপ্রতি পাঁচ টাকা করে কমিয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে টিকিটপ্রতি ৫০ টাকার পরিবর্তে ৫ টাকা কমিয়ে ৪৫ টাকা করা হয়েছে। এদিন দুপুরে নারায়ণগঞ্জের পরিবহন মালিকদের সঙ্গে সভা শেষে জেলা প্রশাসন এ ভাড়া নির্ধারণ করে।
শ্রাবণ/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই