নৌকার বিরুদ্ধে অবস্থান, কালকিনিতে আ’লীগের ৬ নেতা বহিষ্কার
মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগের ছয় নেতাকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনের সই রয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজিবুর রহমানের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জেল হোসেন গেন্দু, বাশগাড়ী ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান সুমন, আলীনগর ইউনিয়নে সাহিদ পারভেজের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান মিলন, কয়ারিয়া ইউনিয়নে জাকির হোসেন জমাদ্দারের বিরুদ্ধে কয়ারিয়া ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ টিটন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এছাড়া কয়ারিয়া আওয়ামী লীগের সভাপতি ফারুকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টু স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লার পক্ষে নির্বাচন করছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ও নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/এসআর/এএসএম