ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের সময় নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহত চেয়ারম্যানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্র দখলের চেষ্টা করলে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনিসুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত প্রার্থী আনিসুর রহমানের ছোট ভাই মো. আলী (২৬) ও খালাতো ভাই মোশাকপুরের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. মিরাজকে (২৪) আটক করা হয়েছে। আটক মো. আলীও গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ স্বাভাবিক ও কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/ইউএইচ