টঙ্গীর সেই ব্রিজটি বন্ধ ঘোষণা, রাস্তায় যানজট
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের স্ল্যাব ধসে ক্ষতিগ্রস্ত ব্রিজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১০ নভেম্বর) রাত থেকে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে ব্রিজটি পরিদর্শন করেন বিআরটি প্রকল্পের ঊর্ধ্বতন প্রকৌশলীরা।

বিআরটি প্রকল্পের (সেতু বিভাগ) প্রকল্প পরিচালক মো. মহিরুল ইসলাম খান বলেন, এটি ব্যস্ততম মহাসড়ক হওয়ায় গাড়ির চাপ অনেক বেশি। কিন্তু এমন ক্ষতিগ্রস্ত ব্রিজ ব্যবহারে ঝুঁকি রয়েছে। তাই বুধবার দিনগত রাত ১২টা থেকে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে পুরোনোটি ভেঙে নতুন ব্রিজের নির্মাণকাজ শুরু হবে। তবে ক্ষতিগ্রস্ত স্ল্যাবের জায়গায় নতুন করে আরেকটি স্ল্যাব বসানোর পরিকল্পনা করা হয়েছে। এজন্য ৭-১০ দিন সময় লাগতে পারে।

এদিকে, ব্রিজটি বন্ধ হওয়ার পর থেকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে ওই মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা দিনভর তীব্র যানজটে পড়েন।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কামারপাড়া সড়কের মুখে ঢাকামুখী লেন বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ করা গাড়িগুলো মন্নুগেট এলাকায় ঘুরিয়ে দিয়ে কামারপাড়া হয়ে আব্দুল্লাহপুর বেড়িবাঁধ ব্যবহার করে ঢাকায় ঢুকছে। অপরদিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকামুখী লেন বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। নরসিংদী হয়ে আসা গাড়িগুলো স্টেশন রোড থেকে কামারপাড়া হয়ে ঢাকায় ঢুকছে। এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গ ও গাজীপুরে চলাচল করা যানবাহনগুলো তুরাগ নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ দিয়ে গাজীপুরে প্রবেশ করছে। হঠাৎ করেই ব্রিজটি বন্ধ করে দেওয়ায় অনেকেই না জেনে এই সড়ক ব্যবহার করে ভোগান্তিতে পড়ছেন।
মো. আমিনুল ইসলাম/ইউএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ