নাটোরে শিয়ালের কামড়ে আহত ৩
নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের গোপালপুর-আব্দুলপুর সড়কের পান্তাপাড়া বিলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার দাইড়পাড়া গ্রামের নজির প্রামাণিকের ছেলে আসমত (৫০), একই গ্রামের শাহজানের স্ত্রী জীবনা খাতুন (৪০) ও আব্দুলপুর এলাকার পাঁচবাড়িয়ার রাজিউদ্দিনের ছেলে সোহেল (৩৫)।
হাসপাতাল ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জীবনা খাতুন পান্তাপাড়া বিলে তার স্বামীকে খাবার দিতে যান। ফেরার পথে গোপালপুর-আব্দুলপুর সড়কের কাছে আসতেই শিয়াল এসে তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে পথচারী আসমত ও সোহেল এগিয়ে এলে তাদেরও কামড় দিয়ে শিয়ালটি পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওয়ালীউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান আবু বেলাল জানান, শিয়ালের কামড়ে আহত হওয়ার খবরটি শুনেছি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রেজাউল করিম রেজা/ইউএইচ/এএসএম