ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকের ফটোসেশন

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১১ নভেম্বর ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষার্থীদের নিয়ে ফটোসেশন করেছেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ আলী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ওই ছবিটি পোস্ট করেন। এরপর মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১০ নভেম্বর) উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে সহকারী শিক্ষক এরশাদ আলী জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে উঠে এসএসসি শিক্ষার্থীদের নিয়ে ফটোসেশন করেন। এতে ভাষাশহীদদের প্রতি মিনারের অবমাননা হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

এ ব্যাপারে জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ আলী বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে। ভবিষ্যতে এমন ভুল আর করবো না।

জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচিন্দ্র চন্দ্র সরকার বলেন, বিষয়টি এখন জানলাম। আমার অগোচরে এমনটা হয়েছে। বিষয়টি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেবো।

লিপসন আহমেদ/এসআর/এএসএম