ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে বিদ্রোহী ৮, আ’লীগের ৬ প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১২ নভেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত ছয়জন এবং আটজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।

নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নের গিয়াস উদ্দিন পাটোয়ারী, ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নের মোস্তাফিজুর রহমান সেলিম, ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের মো. মেহেদী হাসান টিপু, ১১ নম্বর দূর্গাপুর ইউনিয়নে আবেদ সাইফুল কালাম, ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের শাহ আজিম ও ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নের সালাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে স্বতন্ত্র (বিদ্রোহী) বিজয়ীদের মধ্যে, ১ নম্বর আমানউল্যাপুরে মো. বাহারুল আলম সুমন (ঘোড়া), ২ নম্বর গোপালপুরে মোশারেফ হোসেন মিন্টু (চশমা), ৫ নম্বর ছয়ানীতে ওহিদুজ্জামান ওহিদ (আনারস), ৭ নম্বর একলাশপুরে সাহেদুর রহমান দিপু (আনারস), ৮ নম্বর বেগমগঞ্জে শাইদুর রহমান শাহিন (চশমা), ১২ নম্বর কুতুবপুরে মো. কামাল হোসেন (টেলিফোন), ১৩ নম্বর রসুলপুরে আবদুর রশিদ (টেলিফোন) ও ১৫ নম্বর শরীফপুরে নোমান ছিদ্দিকী (চশমা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

jagonews24

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচনে ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নে কেন্দ্র দখল করতে গিয়ে সংঘর্ষে আনিসুর রহমান নামে একজন স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নে মাহবুবুর রহমান বিজয় নামে একজন স্বতন্ত্র প্রার্থী ভোট কিনতে গিয়ে নগদ ৬০ হাজার টাকাসহ আটক হয়েছেন। অন্যদিকে জালভোট দিতে গিয়ে ১০ জন আটক হয়েছেন। এর মধ্যে ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নে মোহাম্মদ জুয়েল নামে এক ভুয়া ভোটারকে পাঁচ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতে জাগো নিউজকে বলেন, বেগমগঞ্জবাসীর আন্তরিক প্রচেষ্টায় সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। এজন্য সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস