নওগাঁয় নৌকার ১১ প্রার্থী জয়ী
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নওগাঁয় নৌকা প্রতীকের ১১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ছয়জন ও স্বতন্ত্র তিনজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, নওগাঁ সদর উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকে ছয়জন, বিদ্রোহী চারজন এবং স্বতন্ত্র দুইজন বিজয়ীয় হয়েছেন। এদের মধ্যে চন্ডিপুর ইউনিয়নে খুরশিদ আলম রুবেল (নৌকা), বর্ষাইল ইউনিয়নে সহিদুল ইসলাম (নৌকা), শিকারপুর ইউনিয়নে কাজী রুকুনুজ্জামান টুকু (নৌকা), বোয়ালিয়া ইউনিয়নে আফেলাতুন নেছা (নৌকা), তিলোকপুর ইউনিয়নে রেজাউল করিম (নৌকা), বলিহার ইউনিয়নে মাসরেফুর রায়হান মাহিন (নৌকা); কীর্ত্তিপুর ইউনিয়নে নাজমুল হক হান্নান (বিদ্রোহী), হাঁসাইগাড়ি ইউনিয়নে জসিম উদ্দিন (বিদ্রোহী), শৈলগাছী ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন (বিদ্রোহী) এবং দুবলহাটি ইউনিয়নে আজম শাহ (বিদ্রোহী); হাঁপানিয়া ইউনিয়নে দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা (স্বতন্ত্র) ও বক্তারপুর ইউনিয়নে সারোয়ার কামাল চঞ্চল (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
অপরদিকে রানীনগর উপজেলায় আটটি ইউনিয়নের নির্বাচনে নৌকা পাঁচজন, আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন ও স্বতন্ত্র একজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এদের মধ্যে খট্টেশ্বর ইউনিয়নে চন্দনা শারমিন রুমকি (নৌকা), মিরাট ইউনিয়নে হাফেজ জিয়াউর রহমান (নৌকা), গোনা ইউনিয়নে আব্দুল খালেক (নৌকা), বরগাছা ইউনিয়নে আব্দুল মতিন (নৌকা), একডালা ইউনিয়নে শাহজাহান আলী (নৌকা); কালীগ্রাম ইউনিয়নে আব্দুল ওয়াহাব চাঁন (বিদ্রোহী) ও কাশিমপুর ইউনিয়নে মকলেছুর রহমান বাবু (বিদ্রোহী); পারইল ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
আব্বাস আলী/আরএইচ/জিকেএস