ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১২ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ কমিটি গঠন করা হয়।

কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সেইসঙ্গে ভবনটিকে সিলগালা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, বিস্ফোরণের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আরও দুই দগ্ধ ব্যক্তিকে ১০ হাজার করে টাকা চিকিৎসার জন্য দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকালে ফতুল্লার লাল খা এলাকায় একটি ভবনের নিচ তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস