বিজয়ী চেয়ারম্যানকে পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী খালেদ সাইফুল্লাহকে ফুল দিয়ে বরণ করেছেন পরাজিত প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন রাজু। শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে খালেদ সাইফুল্লাহর বাড়িতে গিয়ে পরাজিত প্রার্থী রাজু তাকে বরণ করে নেন। এ সময় রাজুকে মিষ্টি খাইয়ে দেন বিজয়ী প্রার্থী।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, আশ্রাফ উদ্দিন রাজন রাজু কথা দিয়েছিলেন, বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে বরণ করবেন। তিনি কথা রেখেছেন।
আশ্রাফ উদ্দিন রাজন রাজু বলেন, ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জনগণ যাকে নির্বাচিত করেছেন, আমি তাকেই ফুল দিয়ে বরণ করে নিয়েছি।
বিজয়ী চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছি। চরকাদিরার উন্নয়নে যারা আমার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
কাজল কায়েস/ইউএইচ/এএসএম