ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক মাছ বেচেই লাভ দেড় লাখ টাকা

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৩ নভেম্বর ২০২১

বরগুনার তালতলীতে ১৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ তিন লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তালতলী মাছ বাজারে মাছটি বিক্রি হয়।

মৎস্যবাজার সূত্র জানায়, শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাতে বঙ্গোপসাগরের কুয়াকাটা অংশে কয়েকজন জেলের জালে বিশালাকৃতির মাছটি ধরা পড়ে। শনিবার সকালে কুয়াকাটার মহিপুরের মেসার্স খান মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন জেলেরা। খবর পেয়ে তালতলীর মাছ বিক্রেতা খলিলুর রহমান দেড় লাখ টাকায় মাছটি কিনে তালতলী নিয়ে আসেন।

মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে মাইকিং করা হয়। পরে মাছটি কেটে বিক্রি করেন খলিলুর রহমান। প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে তালতলী বাজারে উৎসুক জনতা ভিড় করেন।

ক্রেতা সালেহ আহম্মেদ বলেন, বিশাল এক মাছ বাজারে এসেছে—এমন খবর পেয়ে চলে এসেছি। আমি এবং আমার পরিবারের সবাই সামুদ্রিক মাছ খুব পছন্দ করি। এর আগেও শাপলাপাতা মাছ খেয়েছি। এ মাছে প্রচুর ভিটামিন রয়েছে। আজ দুই হাজার টাকায় চার কেজি নিলাম।

jagonews24

দর্শনার্থী শাহিন রানা বলেন, আমার ছোট মেয়ে মাইকিং শুনে মাছটি দেখতে চায়। ও এখন পর্যন্ত এতো বড় মাছ দেখেনি। ওকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। মাছটি সত্যিই অনেক বড়।

বিক্রেতা খলিলুর রহমান বলেন, এর আগে অন্য এক বিক্রেতা তালতলীতে বড় সাইজের শাপলাপাতা মাছ এনেছিলেন। তখন সবাই খুব আগ্রহসহকারে মাছ কিনেছিলেন। তালতলীতে এ মাছের চাহিদা রয়েছে। তাই মহিপুর থেকে মাছটি কিনে আনি। মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। তবে অতদূর থেকে মাছটি তালতলী পর্যন্ত আনতে অনেক টাকা পরিবহন বাবদ খরচ হয়েছে বলে তিনি জানান।

বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জাগো নিউজকে বলেন, প্রজননে বিঘ্ন ঘটায় শাপলাপাতা মাছ এখন বিলুপ্তির পথে। এরকম আরও কয়েক প্রজাতির মাছ রয়েছে, যা ধরতে জেলেদের আমরা নিরুৎসাহিত করি। এ মাছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে।

এসআর/এএসএম