ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আইজিপির স্ত্রী পরিচয়ে চাকরির তদবির: রুমা দুদিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৩ নভেম্বর ২০২১

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগে তদবির করার অভিযোগে গ্রেফতার রুমা আক্তারের (৩৩) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম তার রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে তদবির করার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থানার আটিবাজার ঘাটারচর এলাকা থেকে ওই নারী ও তার স্বামী আসলাম মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমা আক্তার বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর গ্রামের মো. রেজাউল শেখের মেয়ে। তার স্বামী আসলামের সঙ্গে তিনি ঢাকা জেলার সাভার উপজেলার লুটেরচর এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। গ্রেফতার দুজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আইজিপির স্ত্রী পরিচয়ে চাকরির তদবির: রুমা দুদিনের রিমান্ডে

পুলিশ আরও জানায়, টাঙ্গাইলে আগামী ১৬ নভেম্বর পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। রুমা নিজেকে আইজিপির স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগে তদবির করতে ৭ নভেম্বর দুপুরের দিকে টাঙ্গাইলের পুলিশ সুপারের (এসপি) ব্যক্তিগত মোবাইলে কল করেন। এসময় এসএমএসের মাধ্যমে এক প্রার্থীর তথ্য দিয়ে তাকে চাকরি দিতে এসপিকে চাপ দেন।

টাঙ্গাইল জেলা পুলিশ এ ঘটনায় পুলিশ সদরদপ্তরের থানার এলআইসি শাখার সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন রুমা আক্তার একজন প্রতারক।

আরিফ উর রহমান টগর/এএএইচ/জেআইএম