ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সমান ভোট পেলেন দুই প্রার্থী, পুনরায় গণনার দাবি

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৩ নভেম্বর ২০২১

ফরিদপুরের নগরকান্দায় ফুলসুতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডে (কাউয়াখোলা ও চকনাউডুবি গ্রাম) দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন। ফলে এ ওয়ার্ডে কোনো সদস্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা যায়নি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ফজলুল হক হারুন এবং ফুটবল প্রতীক নিয়ে আনোয়ার হোসেন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুজনেই সমান ৩২৪টি করে ভোট পেয়েছেন।

জানা গেছে, এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮৩৩ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৬৭৪ জন। এর মধ্যে ত্রুটির কারণে দুই প্রার্থীর ২৬টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। অবশিষ্ট ৬৪৮ ভোট গণনায় দেখা যায় দুই প্রার্থী সমান ৩২৪টি করে ভোট পেয়েছেন।

এদিকে মোরগ প্রতীকের প্রার্থী ফজলুল হক হারুন তার দুইটি ভোট অবৈধভাবে বাতিল করার অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছেন।

তিনি বলেন, ‘আমার দুই সমর্থক না বুঝে টেবিলের উপর রাখা গোল সিল দিয়ে ভোট দিয়েছেন। যার কারণে আমার দুটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। ওই দুটি ভোট বৈধ ঘোষণা করলে আমি বিজয়ী হবো।’

এ বিষয়ে ইউনিয়েনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভির আক্তার বলেন, ভোটের ফলাফল নির্বাচন কমিশন বরাবর পাঠানো হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ওই ওয়ার্ডে পুনরায় তফশিল ঘোষণা করা হবে। তারপরও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু বলেন, ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/ইউএইচ/জেআইএম