যশোর জংশনে আড়াই ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক
যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় আড়াই ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বেতনা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে যশোর রেলওয়ে জংশনের কাছে পৌঁছায়। যশোর স্টেশনে পৌঁছালে ১ নম্বর লাইন থেকে ৩ নম্বর লাইনে যাওয়ার সময়ে ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিঁড়ে যায়। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। পরে ওই ট্রেনের ইঞ্জিন নিয়ে বিচ্যুত বগিটি রেখে পেছনের বগিগুলো সরিয়ে নিলে রাত সাড়ে ৮টা নাগাদ রেললাইন সচল হয়।
খবর পেয়ে সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। রিলিফ ট্রেন এসে বিচ্যুত বগিটি উদ্ধার করবে।
অন্যদিকে লাইনচ্যুত হওয়া ট্রেনটির চারটি বগি যশোর চাঁচড়া-দড়াটানা সড়কের ওপর আটকে থাকায় যশোর শহর থেকে চাঁচড়ায় চলাচলের সড়কও বন্ধ হয়ে যায়। ফলে মুজিবসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সড়কটিও স্বাভাবিক হয়েছে।
মিলন রহমান/এসআর