সেই তিন শিশুর একজন মারা গেছে
স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে বিষ খাওয়ানো তিন শিশুর একজন মারা গেছে। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হাসান সেখ (৩) নামের ওই শিশুর মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে ফরিদপুরের মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদকাসক্ত মো. আলম সেখ বিষ খাইয়ে তাদের হত্যার চেষ্টা করেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, তিন শিশুর একজন মারা গেছে। সিয়াম শেখ (১০) ও হোসেন শেখের (৩) অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, আলম শেখকে শনিবার গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস