ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে ইউএনওর নম্বর ক্লোন করে টাকা দাবি

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৪ নভেম্বর ২০২১

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজের অফিসিয়াল ফোন নম্বার ক্লোন করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে শিক্ষকসহ সবাইকে সচেতন থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ইউএনও সাদিকুর রহমান।

তিনি বলেন, একটি প্রতারকচক্র আমার অফিসিয়াল নম্বরটি ক্লোন করে ইউএনও পরিচয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে মোটা অংকের টাকা দাবি করছেন। বিষয়টি রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ জানালে আমি এ বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বরতদের জানিয়েছি। তাদের বলেছি, কেউ আমার পরিচয়ে টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে যেনো আমাকে অবগত করেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।

রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. শরীফ আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন নম্বর থেকে একটি কল আসে। সে কলে আমাকে একটি প্রকল্পের ল্যাপটপ দেওয়ার কথা বলে টাকা দাবি করেন। তখন বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তখন বুঝতে পারি তার নম্বরটি ক্লোন করে কোনো প্রতারক এ কাজ করেছেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, কোনো প্রতারকচক্র ইউএনওর নম্বরটি ক্লোন করে এ কাজ করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ইউএইচ/জেআইএম