‘এনভায়রনমেন্টাল ফটোগ্রাফার’ পুরস্কার পেলেন শিমুল
‘এনভায়রনমেন্টাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২১’ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করা আলোকচিত্রী আশরাফুল ইসলাম শিমুল।
‘সহনশীলতা’ সিরিজের সেরা ছবি হিসেবে উপকূলীয় জেলা নোয়াখালীতে তোলা তার ‘সার্ভাইভ ফর অ্যালাইভের’ জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। গ্লাসগোয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ এ এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এনভায়রনমেন্টাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার ১৪তম বছর এটি।
আশরাফুল ইসলাম শিমুল বলেন, আন্তর্জাতিক এ পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। বাংলাদেশকে এভাবেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। অতীতেও অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা আমাকে আরও সামনে এগিয়ে নেবে।
শিমুল বর্তমানে প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৫০-এর অধিক পুরস্কার পেয়েছেন তিনি।
ইকবাল হোসেন মজনু/ইউএইচ/জিকেএস