ঘাতক ট্রাক কেড়ে নিল সাজেদার একমাত্র ছেলেকে
প্রতীকী ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ফাহাদ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আবদুল করিম (৫২) নামে আরও একজন আহত হয়েছেন।
ফাহাদ হোসেন চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে। জন্মের পর থেকে তার বাবা নিখোঁজ। একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় মা সাজেদা। আহত আবদুল করিম ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শেখ আহম্মদের ছেলে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিদিনের ন্যায় চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী করিম মিয়া বাইসাইকেল করে ফাহাদকে নিয়ে বাজারে দিকে যাচ্ছিলেন। পথে তাদের সাইকেলটি স্থানীয় আশরাফ বেপারী বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সাইকেলসহ তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়। ফাহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আর আশঙ্কাজনক অবস্থায় আবদুল করিমকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় অনুসন্ধান চালানো হচ্ছে।
ইকবাল হোসেন মজনু্/এমএএইচ/জিকেএস