নোয়াখালীর আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ‘মূলহোতা’ গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মূলহোতা মো. কামাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর চারটায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ টাঙ্গাইলের মির্জাপুর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মো. কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে। তাকে টাঙ্গাইল থেকে নোয়াখালী আনা হচ্ছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূলহোতা মো. কামাল হোসেনকে প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, সোমবার (১৫ নভেম্বর) বেগমগঞ্জের এক স্কুলছাত্রী থানায় এসে মো. কামাল হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আড়াইমাস আগে অস্ত্রের মুখে কামাল হোসেনের নেতৃত্বে তাকে অপহরণ করে নোয়াখালী ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ভিডিও ধারণ করে ভাইরালসহ হত্যার হুমকি দেওয়া হয়।
ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এএসএম