টাঙ্গাইলে স্কুলছাত্রের আত্মহত্যা
ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে মায়ের কাছে মোবাইল চেয়ে না পেয়ে সপ্তম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঘোনারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশিক আহমেদ (১৩) ওই গ্রামের আলী আকবর ও ছালমা বেগমের ছেলে। সে ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের মা ছালমা বেগম বলেন, আশিক বেশিরভাগ সময় আমার মোবাইল নিয়ে গেমস খেলতো। আজ সকালে মেয়েকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সে আমার মোবাইলটি বাসায় রেখে যাওয়ার বায়না ধরে। বাড়ি থেকে বের হওয়ার সময় আশিককে কান্না করতে দেখেছিলাম। কিন্তু আমি মোবাইল নিয়েই মেয়ের পরীক্ষাকেন্দ্রে চলে আসি। এর কিছুক্ষণ পর আশিকের দাদি ঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আশিকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
আশিকের স্বজনদের ধারণা, মায়ের কাছে মোবাইল চেয়ে না পেয়ে আশিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে মোবাইলে গেমস খেলা নেশায় পরিণত হয়েছে। এ সমস্যা থেকে রেহাই পেতে সবাইকে আরও সচেতন হতে হবে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাইল না দেওয়ায় ওই স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরিফ উর রহমান টগর/ইউএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে