শার্শায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ
যশোরের শার্শায় স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে। একইসঙ্গে সম্বন্ধকাঠি মোড়ের এক মেম্বারপ্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার উলাশী বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্রপ্রার্থীর কয়েকজন কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রফিকুল ইসলাম ও আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আয়নাল হক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী মাঠে একে অপরের প্রতি ফুঁসে উঠছেন। বুধবার রাতে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এ ঘটনায় স্বতন্ত্রপ্রার্থী আয়নাল হক উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের আবুল হোসেনর ছেলে আলিনুর, মশিয়ার রহমানের ছেলে হাসান আলী, সম্বন্ধকাঠি গ্রামের মৃত সাধনের ছেলে আওয়াল, সালাম, মিঠু, রবিসহ অজ্ঞাত আরও ১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী আয়নাল হকে জানান, নৌকা প্রতীক পেয়ে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে দলীয় কর্মীদের ওপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস