শেরপুরে ফের বন্যহাতির মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) উপজেলার পানিহাতা ফেকামারীর ঝোড়ার মুখ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে ৯ নভেম্বর (মঙ্গলবার) শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকার টিলা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়।
বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, হাতিটির মুখে ও শরীরের বিভিন্ন স্থানে ঘা রয়েছে। অসুস্থতাজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।
তিনি আরও বলেন, পুরুষ হাতিটির বয়স আনুমানিক দুই বছর। এটির কেবল দাঁত উঠতে শুরু করেছে।
ইমরান হাসান রাব্বী/আরএইচ/জিকেএস