ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১০:০৮ পিএম, ২০ নভেম্বর ২০২১

পাবনায় মাহিম (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহিম ওই গ্রামের প্রবাসী হারুন আলীর ছেলে। সে স্থানীয় মিয়াপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

মাহিমের চাচা মানিক হোসেন বলেন, সকাল সাতটার দিকে মাহিম বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বিকেলে পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে গ্রামের কয়েকজন লোক জঙ্গলের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে তারা আমাকে ফোন করে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ওই কিশোরের মুখে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মারপিট করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় কে বা কারা জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমিন ইসলাম জুয়েল/ইউএইচ/জেআইএম