চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
চাঁদপুরে মিতু বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পাটোয়ারীপুল এলাকার ভূঁইয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিতু বেগম সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের হাফেজ খানের মেয়ে। তার স্বামী অপু ভূঁইয়া ফরিদগঞ্জ পৌরসভায় মাস্টাররোলে কর্মরত।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানাসহ পুলিশের অন্য সদস্যরা।
জানা গেছে, মিতুর শ্বশুর-শাশুড়ি ও ননদ পাশাপাশি অন্য একটি ঘরে থাকেন। বিকেলে তারা জানালা দিয়ে মিতুর মরদেহ বাথরুমে পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের সবাই ছুটে আসেন।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই বাথরুমে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া সম্ভব নয়। মরদেহের অর্ধেক শরীর মেঝেতে ছিল।
মিতুর স্বামী অপু বলেন, চাকরির জন্য ফরিদগঞ্জ পৌরসভায় কাজে ছিলাম। হঠাৎ বাড়ি থেকে আমাকে ফোন করে জানানো হয়, মিতু গলায় ফাঁস দিয়েছে। শুনেই কাজ ফেলে বাড়ি চলে এসেছি।
মিতুর চাচা আলম খান বলেন, সাড়ে তিন মাস আগে পারিবারিকভাবে মিতু ও অপুর বিয়ে হয়। ঢাকার উত্তরায় মিতুর খালার বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়। গত ১৫ দিন আগে মিতুকে অপু তার বাড়িতে নিয়ে আসে।
মিতুর বাবা হাফেজ খান বলেন, কেউ যদি আমার মেয়েকে হত্যা করে তাহলে আমি তার বিচার চাই।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।
নজরুল ইসলাম আতিক/ইউএইচ/জিকেএস