ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২২ নভেম্বর ২০২১

যশোরের শার্শা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন। একই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কবির উদ্দিন আহমেদ তোতার পক্ষে কাজ করার কথা জানানা।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে শার্শা বাজারে নৌকার প্রার্থীর এক নির্বাচনী সভায় উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। তার কর্মী ও সমর্থকরাও নৌকার প্রতি সমর্থন জানান।

সভায় স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন বলেন, দুবার শার্শার জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবার আমাকে নৌকা প্রতীক না দেওয়ায় শার্শা ইউনিয়নের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের চাপের মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে এবং সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নির্দেশে দলের নৌকার প্রতি সমর্থন করলাম।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী কবির উদ্দিন আহমেদ তোতা বলেন, ২৮ নভেম্বর নৌকার বিজয়ের পর সোহরাব হোসেনকে সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম পরিচালনা করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম বাদল প্রমুখ।

মো. জামাল হোসেন/এসজে/জিকেএস